রুট হরমোন দিয়ে সহজেই ডাল থেকে চারা

গোলাপসহ যে কোনো গাছের খুব ছোট্ট একটা ডাল থেকে সেই গাছের চারা তৈরি করা যায়। এজন্য রুট হরমোন ব্যবহার করতে হবে। প্রক্রিয়াটি খুবই সহজ।

গোলাপের চারা তৈরি করতে চাইলে-
গোলাপের একটি ডাল নিন। ডালের বেশিরভাগ পাতা ফেলে দিন। ডালের যে অংশ মাটিতে পুঁতে দেয়া হবে সেই অংশে রুট হরমোন লাগিয়ে নিন। এরপর ডালটি মাটিতে গর্ত করে লাগিয়ে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিন। এরপর এটি ছায়াযুক্ত স্থানে রেখে দিন।

পলি ব্যাগ দিয়ে ঢেকে দেয়ার আগে মাটিতে পর্যাপ্ত পানি দিতে হবে যেন ২ সপ্তাহের ভেতর আর পলিব্যাগ খোলা না লাগে। দুই সপ্তাহ পর ডালে নতুন পাতা বের হতে শুরু করবে।

বাজারে যে গোলাপ কিনতে পাওয়া যায় সেই গোলাপের ডাল থেকেও চারা তৈরি করা যায়।

সার ও কীটনাশকের দোকানে রুট হরমোন পাওয়া যায়। ছোট বোতলে তরল ও পাউডার হিসেবে পাওয়া যায়।