ইয়েস কার্ড : একটি বর্ণবাদবিরোধী ছড়া-কবিতা
ইয়েস কার্ডরূপের তরে উঠিতে জ্বলিয়া ঘসিয়াছো তুমি লাকসোঅন্তরে ঘৃণা রাখিয়াছো কিনাখুলে দেখো মনো বাকশো। হইতে সাদা ঘসিয়াছো সদা ফেয়ার অ্যান্ড আরও কত কীভাবিয়াছো ক্লেশে?কালো যারা তারাঅন্যসবার মতো কী? যাও যাও! ঐ সাবান আর টিভিইয়েস কার্ড নিয়া মরিতেছে কাঁদিমুখে যাই বলি, ভেতরে ভেতরেএখনও বর্ণবাদী?