শীতে শিশুর শরীর গরম রাখতে কী করবেন
আসুন জেনে নিই শীতে শিশুর শরীর গরম রাখতে কী করবেন-মাথা ঢেকে রাখা জরুরি শীতের সময়ে শিশুর মাথা ঢেকে রাখা উচিত। যদি মাথার তাপমাত্রা কম থাকে তা হলে এর প্রভাব পুরো শরীরে পড়ে। তাই শিশুকে ঠাণ্ডা থেকে রক্ষা করতে টুপি পরান বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন। এ ছাড়া খেয়াল রাখবেন যে, শিশুর টুপিটি যাতে খুব […]