ঝামেলাহীন স্বস্তিতে চলছে চক্রাকার বাস সার্ভিস
যাত্রী নেয়ার নেই কোন হাকডাক, নেই ভীড় ঠেলে বাসে উঠার তাগিদ, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে বাসে উঠছেন যাত্রীরা, ভাড়া নিয়ে দরকষাকষি সে তো মনে হয় অতীত! হ্যাঁ ঠিক এমনিভাবে চলছে ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস সার্ভিস। ধানমন্ডি এলাকার চক্রাকার বাস সার্ভিস ইতোমধ্যে সুফল দিতে শুরু করেছে। ভাড়া নিয়ে নেই কোন বাগবিতন্ডা। টিকিট কেটে শৃঙ্খলাবদ্ধ হয়ে বাসে […]