ধানমন্ডির লেকে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
রাজধানীর ধানমন্ডির লেকে পানিতে ডুবে মোশারৎ খন্দকার ইমি (১৭) নামে ‘এ লেভেল’ এর এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। ইমির বাবা লিয়াকত হোসেন লিটু কাতার প্রবাসী। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকতো ইমি।জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইমিকে দুই যুবক দেখতে পায়। তারা ইমিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জাপান বাংলাদেশ […]