আইজি পদকের টাকায় আবদুল্লাহকে হুইলচেয়ার কিনে দেন এসআই টিটু
পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার স্বীকৃতিস্বরূপ গত বছরের জানুয়ারিতে আইজি পদক পান টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু। পদকের সঙ্গে টাকাও দেওয়া হয় তাঁকে। পদক নিয়ে ফেরার পথে সিদ্ধান্ত নেন এ টাকা নিজের প্রয়োজনের পাশাপাশি ভালো কোনো কাজে ব্যয় করবেন। তখন মনে মনে ভাবতে থাকেন ভালো কী কাজ করা যায়। হঠাৎ তাঁর মনে পড়ে মো. […]