শেষ সুযোগ মেসির
রাশিয়ায় বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার শেষ সুযোগটা নিতে চান মেসি। ক্লাব ফুটবলে এমন কোনো অর্জন নেই যা লিওনেল মেসির নামের পাশে নেই। ফিফা ব্যালন ডি’অর জিতেছে পাঁচবার। তাঁর পাঁচটি ব্যালন ডি’অর আছে আর একজনেরই। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্লাবের এত এত অর্জনও মেসির মন ভরাতে পারছে না। তাঁর একটা বিশ্বকাপ […]