ফেসবুক থেকে : মারাত্মক হুমকি আকাশমণি চারা
কী দেখছেন? সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনের পাশে এতগুলো গাছ এর চারা! খুশি লাগছে না? খুব বৃক্ষরোপণ হচ্ছে! খুব বনায়ন হচ্ছে! খুব উপকার হচ্ছে বলে মনে হচ্ছে পরিবেশের! আনন্দে বিমোহিত চিত্তে একটু বাগড়া দিই।আজকে দুপুর ১২ টা নাগাদ এসে পৌঁছানো এ বিপুলসংখ্যক চারাগুলো হচ্ছে একাশিয়া গাছের চারা।#একাশিয়া, #আকাশমণি,#Acacia_Mangium অথবা #Black_Wattle। বাড়ি তার অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি অঞ্চলে।এই ব্ল্যাক ওয়াটেলেরই আরেক প্রজাতি […]