নুসরাত গৃহবন্দি : নিজের হাতে বানাচ্ছেন সুস্বাদু বিরিয়ানি
চিকেন, আলু, দিয়ে জমিয়ে বিরিয়ানি বানাচ্ছেন নুসরাত জাহান। চোখে দেখলে আপনারও জিভে জল এসে যাবে। নিজের হাতে বিরিয়ানি বানানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।করোনা আতঙ্কে, সব কাজকর্মই প্রায় বন্ধ। বন্ধ স্টুডিও পাড়া। তাই আপাতত তারকারাও গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। কাজের চাপ নেই, তাই গৃহবন্দি অবস্থায় যে যার নিজের মতো করে সময় […]