ব্যাটম্যান : সুপারহিরোদের রাজা
ধ্রুব নীল : তিন সুপারহিরোর দেখা হয়ে গেল। সুপারম্যান, স্পাইডারম্যান আর ব্যাটম্যান । সুপারম্যান: তোদের সবার চেয়ে আমার শক্তি বেশি। আমি উড়তে পারি। ফুঁ দিলেই টর্নেডো শুরু হয়ে যায়। স্পাইডারম্যান: কতক্ষণ আর উড়বে ভায়া, হাত থেকে সুতো ছুড়ে তোমাকে এমন বাঁধা বাধবো, এক চুলও নড়তে পারবে না। তখন দেখবো কী করে সুপারহিরোগিরি কর। ব্যাটম্যান: এসব […]