ফ্লপ–হিট দুটিই উপভোগ করি: মাহিয়া মাহি
শেষ পর্যন্ত ‘তুই শুধু আমার’ বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল। কেমন লাগছে? মাহিয়া মাহি : খবরটা শুনে ভালো লাগছে। এখন বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখতে পারবেন। প্রায় এক বছর সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি।কবে মুক্তি পাবে? মাহিয়া মাহি : কলকাতায় আগেই মুক্তি পেয়েছে ছবিটি। এখন বাংলাদেশে মুক্তি দিতে বেশি দেরি করবেন না প্রযোজকেরা। আগামী […]