নিকের ভাইয়ের বিয়ের সাধ!
এত দিন প্রেমিকার সঙ্গে একত্রেই ছিলেন নিকের বড় ভাই মার্কিন গায়ক জো জোনাস। প্রেমিকা ‘গেমস অব থ্রনস’ সিরিজের অভিনেত্রী সোফি টার্নারকে নিয়ে ভারতে ছোট ভাই নিক জোনাসের বিয়েতে এসেছেন। বিয়ের ধুমধাম আর আনন্দ দেখে আর তর সইছে না তাঁর। আগামী বছর তিনিও ধুমধাম করে বিয়ে করবেন বলে ঠিক করেছেন।গত বছরের অক্টোবরে প্রিয়াঙ্কার ভাশুর জো জোনাস […]