কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ঢাকে কাঠি পড়ে গেছে। তাঁরা নিজেরা তাঁদের বিয়ে সম্পর্কিত তথ্য হয়ত সামনে আনছেন না। কিন্তু তাই বলে তাদের বিয়ে সম্পর্কিত খবর থেমে থাকছে না। সেরকমই এক খবর দিল ‘পিসিগ্লোবালডমিনেশন’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।জানা গিয়েছে, প্রিয়ঙ্কা-নিকের বিয়ের দিনে আমন্ত্রিত অতিথিদের দেওয়া হবে উপহার। একটি করে রুপোর কয়েন দেওয়া হবে বিয়েতে […]