বন্ধন অটুট রাখবে ফ্যামিলি ট্রি
আমাদের প্রাত্যহিক জীবনের ব্যস্ততা আর যান্ত্রিকতা আমাদের সামাজিক জীবন থেকে, পরিবার-পরিজন থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। বাংলার চিরায়ত যৌথ পরিবারের ঐতিহ্য এখন কালের হালখাতার উৎসবের মতো অমলিন। ব্যস্ততার নামে আত্মকেন্দ্রিক একক একাকীত্ব পরিবারের খন্ডিত হতে হতে আজ পারিবারিক বন্ধনের সুতো ছিঁড়ে যাচ্ছে। কাােে সময় নেই, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। চলছে..চলবে রীতিতে কোনমতে জীবন পাড়ি দেয়ার […]