আরবদের এখন কী আর ‘ধার্মিক জাতি’ বলা যায়?
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ওপর পরিচালিত এক সমীক্ষা দেখা গেছে, এসব দেশের অনেকেই মনে করছেন, আরবদের এখন আর কোনো ‘ ধার্মিক জাতি’ বলা যায় না। সমীক্ষায় উঠে এসেছে, এসব অঞ্চলে নারীর অধিকার, অভিবাসন ও যৌনতা প্রসঙ্গে আরবদের ভাবনা।আরব ব্যারোমিটার গবেষণা নেটওয়ার্কের সহযোগিতায় বিবিসি নিউজ আরব পরিচালিত সমীক্ষায় ২৫ হাজারেরও বেশি মানুষের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। […]