ধ্রুব নীলের থ্রিলার সায়েন্স ফিকশন রক্তদ্বীপ : পর্ব ১-২
সায়েন্স ফিকশন রক্তদ্বীপ-১নিশির ডাকে বসন্তের শুরু। মেঘ-কুয়াশীহীন আকাশ। চাঁদটাকে একটু বড়ই দেখাচ্ছে। টুকটাক কথাবার্তা কানে আসলেও কুকুর বিড়ালের ডাকাডাকি নেই। নেই বাদুড়ের পাখা ঝাপটানি।‘গেলাম মা।’‘এত রাইতে কই যাস! নিশির ডাকে ধরব কইলাম!’‘রাইত হয় নাই। যামু আর আমু। আব্বা যেন খুঁজতে বাইর না হয়। চইলা আসমু।’‘তোর বাপ গেসে মাছ ধরতে। তারে খুঁজতে আমারেই বাইর হইতে হইব।’কিশোর […]