চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস-এর আবেদন ফরম ডাউনলোড

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস-এর আবেদন ফরম ডাউনলোড করুন নিচের লিংক থেকে

বাংলাদেশি সাংবাদিকদের চীন নিয়ে প্রতিবেদনকে স্বীকৃতি ও পুরস্কৃত করতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস। ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এই প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে।

আয়োজনে যৌথ আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ চায়না-আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ,  বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

ঢাকাস্থ চীনা দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় সহ-আয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজকদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এতে চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চিয়া লেইমিং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট চাং ছিংপিন, জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্ট হাসান হাফিজসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিএমজি বাংলার পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পুরস্কারের মূল লক্ষ্য- চীন নিয়ে বস্তুনিষ্ঠ, বিস্তৃত ও গভীর প্রতিবেদন উৎসাহিত করা, বাংলাদেশের মানুষের মাঝে চীন সম্পর্কে ধারণা বাড়ানো এবং দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় করা।

প্রতিবেদন জমা দেওয়ার নিয়মাবলি

আবেদনপত্র ডাউনলোড করুন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে

কারা আবেদন করতে পারবেন

বাংলাদেশে নিবন্ধিত সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সংবাদকর্মী।

পুরস্কারের ধরন ও সংখ্যা

পুরস্কার মোট পাঁচটি বিভাগে দেওয়া হবে। প্রতিটি বিভাগে থাকবে—

1.    ১ম পুরস্কার: ১ জন (প্রত্যেককে সনদ ও নগদ ১,০০,০০০ টাকা)

2.    ২য় পুরস্কার: ২ জন (প্রত্যেককে সনদ ও নগদ ৫০,০০০ টাকা)

3.    ৩য় পুরস্কার: ৩ জন (প্রত্যেককে সনদ ও নগদ ৩০,০০০ টাকা)

 পুরস্কারের শ্রেণিবিভাগ

 সাধারণ সংবাদ

·         চীন-সম্পর্কিত প্রতিবেদন (যেমন উচ্চ-স্তরের সফর এবং গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রকল্প)।

·         চীন-সম্পর্কিত বিষয়ের উপর অনুসন্ধানী কভারেজ এবং ধারাবাহিক প্রতিবেদন (যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, জ্বালানি সহযোগিতা)।

·         চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বকে তুলে ধরে এমন প্রতিবেদন (সাংস্কৃতিক বিনিময়, মানুষে মানুষে বিনিময়, চীনে শিক্ষাজীবন)।

 অর্থনীতি ও প্রযুক্তি

·         চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রকল্পের প্রতিবেদন (যেমন—অবকাঠামো উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য)।

·         চীন ও বাংলাদেশের প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়নের প্রতিবেদন (ভবিষ্যৎ চিন্তা ও অনুপ্রেরণামূলক প্রতিবেদন)।

 সংস্কৃতি ও খেলাধুলা

·         চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম, যেমন চলচ্চিত্র উৎসব, ক্যালিগ্রাফি প্রদর্শনী, সাহিত্য বিনিময় ইত্যাদি বিষয়ক প্রতিবেদন।

·         চীন-বাংলাদেশ ক্রীড়া সহযোগিতা ও বন্ধুত্ব প্রদর্শন করে এমন ক্রীড়াবিদ বিনিময়ের ইভেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা কিংবা এ সংশ্লিষ্ট প্রতিবেদন।

 ভিজ্যুয়াল (ভিডিও ও আলোকচিত্র)

·         চীন-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ধারণ করে। এমন একক বা সিরিজ ছবি। ছবিতে আবেগ-অনুভূতি কিংবা দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতাকে প্রাধান্য দেওয়া হবে।

·         ভিডিও প্রতিবেদনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ছোট সংবাদের ক্লিপ, তথ্যচিত্র এবং ফিচার ফিল্ম। অডিও-ভিজ্যুয়াল আকারে চীন-বাংলাদেশ সহযোগিতার গল্প বলে এমন একক প্রযোজনাও এ শ্রেণিভুক্ত হবে।

 মিডিয়া ইনোভেশন

‌‌‍১. নতুন প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রতিবেদন মনোনীত হবে এ শ্রেণিতে। প্রচলিত ‘লেখা-ছবি’ বা ‘লেখা-ভিডিও’র বাইরে নতুন প্রযুক্তি ব্যবহার করে ইন্টার‌-অ্যাকটিভ গ্রাফিক্স, ভিজ্যুয়ালাইজেশন ও লাইভ স্ট্রিমিং প্রতিবেদনের লিংক জমা দিতে হবে এ শ্রেণিতে।

২. মিডিয়া সহযোগিতার উদ্ভাবনী রূপ মিডিয়া পণ্য, যেমন যৌথভাবে উৎপাদিত মিডিয়া পণ্য বা মিডিয়া কার্যকলাপ, যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

 প্রতিবেদন জমা দেওয়ার নিয়মাবলি

·         ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য মনোনীত হবে।

·         ব্যক্তি ও দলীয় উভয় এন্ট্রি গ্রহণযোগ্য। দলীয় এন্ট্রিতে সর্বোচ্চ ৫ জনের নাম উল্লেখ করতে হবে।

·         আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে। বিশেষ করে প্রতিবেদনের অনলাইন লিংক আবেদনপত্রের নির্ধারিত ঘরে থাকতে হবে।

·         প্রতিবেদনের বাংলা বা ইংরেজি অনুবাদ সংযুক্ত করতে হবে (DOCX ফাইল)।

·         অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে ওয়েব লিংক এবং সম্পাদকের স্বাক্ষরিত প্রিন্ট কপির পিডিএফ বা ইমেজ ফাইল সংযুক্ত করতে হবে।

·         পূর্ণাঙ্গ সংবাদটির লিখিত রূপ আলাদা DOCX ফাইল আকারে জমা দিতে হবে (সর্বোচ্চ ৪,০০০ শব্দ)। ধারাবাহিক প্রতিবেদনের ক্ষেত্রে ন্যূনতম ৩টি রিপোর্ট থাকতে হবে।

·         প্রতিবেদক/আলোকচিত্রী/কনটেন্ট নির্মাতার একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

·         আলোকচিত্রের ক্ষেত্রে ছবির মূল EXIF (RAW) ফাইল গুগল ড্রাইভের লিংকের মাধ্যমে পাঠাতে হবে। এক্ষেত্রে ড্রাইভ লিংক শেয়ারের ক্ষেত্রে “Anyone with the link” অপশনটি সিলেক্ট করতে হবে। সিরিজ ছবির ক্ষেত্রে সর্বোচ্চ ৮টি ছবি জমা দেওয়া যাবে। ছবির তারিখ, স্থান ও প্রেক্ষাপট উল্লেখ করতে হবে (ImageDescription_Photographer’s Name.docx)। ছবিতে কোনো ধরনের এডিটিং গ্রহণযোগ্য নয়। নিজের মূল সৃজনশীল কাজের প্রমাণ হিসেবে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করে জমা দিতে হবে। ছবি ও ভিডিওর ফাইলের নামের ফরম্যাট হবে এমন—[Photo_Jashim Uddin_NewspaperName_Title]

·         ভিডিও’র ক্ষেত্রে লিংক কিংবা মূল ফাইল (সর্বোচ্চ ৪৫ মিনিট, 1080P বা তার বেশি রেজোলিউশন, MP4 ফরম্যাটে) সাবমিট করতে হবে। ভিডিও’র সংক্ষিপ্ত বর্ণনা (ক্রিয়েটিভ কনসেপ্ট) আলাদা একটি MS Word ফাইলে যুক্ত করতে হবে।

·         ইনোভেশন শ্রেণিতে এন্ট্রির ক্ষেত্রে প্রতিবেদন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির (যেমন এআই, ভিআর, ইন্টার‌-অ্যাকটিভ টুলস ইত্যাদি) বর্ণনা আলাদা ফাইলে সংযুক্ত করতে হবে।

·         সকল ধরনের এন্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট ভিউ, শেয়ার বা দর্শক প্রতিক্রিয়ার তথ্য থাকতে হবে (স্ক্রিনশট)।

·         আবেদনপত্রে নতুন কোনো ঘর সংযুক্ত করা যাবে না। আবেদনপত্রের ফাইলের নাম নিজের নাম, শ্রেণি ও প্রতিষ্ঠানের নামে ‘রিনেম’ করে সংযুক্ত করে পাঠাতে হবে। [ উদাহরণ: Application_Jashim Uddin_Economic News_Daily Jugantar.docx ]

প্রতিবেদন জমাদানের কোনো পর্যায়ে কোনো ধরনের অনৈতিক পন্থার আশ্রয় নেওয়ার প্রমাণ পেলে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব যেকোনো সময় আবেদন বাতিল করার এখতিয়ার রাখে।

যোগাযোগ: secretariat@aponmc.com