অনন্ত জলিলের ৫৭ লাখ টাকা খোয়া!

আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের ৫৭ লাখ টাকা খোয়া গেছে! আজ (৭ এপ্রিল) দুপুরে তার প্রতিষ্ঠান এজেআই গ্রুপের গাড়ির চালক এই টাকা নিয়ে পালিয়েছে।

এ বিষয়ে সাভার থানায় মৌখিক অভিযোগ করেছেন অনন্ত‘র প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা আসাদুল ইসলাম।
এরইমধ্যে মামলাও দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ঘটনার বিবরণ দেন এভাবে, ‘ড্রাইভার মো. শহিদ মিয়া ফ্যাক্টরির গ্যাস বিল ৫৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির অ্যাকাউন্ট্যান্ট মো. জহির তার সঙ্গে ছিল। জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে রাখা টাকাগুলো সাবধানে দেখে রাখতে বলেছে চালককে। জহির ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।’
অনন্ত’র প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তা আসাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখন (বিকাল সাড়ে ৫টা) সাভার থানায় আছি। মামলা দায়ের করেছি। আর অ্যাকাউন্টের কর্মকর্তা জহির সাহেবকে ডিবি আটক করেছে। কিন্তু ড্রাইভারকে ট্রেস করা যায়নি।’

অনন্ত জলিল