অপুকে পেতে গুনতে হবে ‘দিগুণ’ টাকা!

FacebookTwitterEmailShare

অপুঅপু বিশ্বাস। গত দুই বছর আগেও শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার। সেই সময় তার সঙ্গে জুটি বেঁধে একের পর এক তিনি ক্যারিয়ারের সেরা ছবিই উপহার দিয়েছেন। তাছাড়া বহু নায়কের নায়িকা হয়েও তিনি হয়েছেন প্রশংসিত।

এদিকে, এই সময়ে এসে ক্যারিয়ারটা খুব ভালো যাচ্ছে না তার। চলতি বছরের শুরুর দিকে ভেঙে যায় অপু আর শাকিবের সংসার। এই সময়ে এসে বিষণ্ণতায় ও একাকিত্বে কাটছে অপুর সময়। তাছাড়া চলচ্চিত্রের কাজও তেমন নেই বললে চলে। যার ফলে অনেকটা পিছিয়ে পড়েছেন অপু বিশ্বাস।

তবে, কাজ কমে গেলেও অপু বিশ্বাসের সেই জনপ্রিয়তা এখনো তুঙ্গে। শোনা গেছে, বর্তমানে একেকটা শো-তে কিছু সময়ের জন্য উপস্থিত হয়ে নাকি এই নায়িকা দাবি করেন মোটা অংকের টাকা। তাছাড়া কিছু সিনেমার তিনি সম্প্রতি শুটিং করেছেন। তাতেও নাকি পারিশ্রমিক একদমই কম ছিল না। বরং আগের তুলনায় তা দ্বিগুণে দাঁড়িয়েছে।

বছর দুয়েক আগেও তিনি ছবি প্রতি নিতেন আট লাখ টাকা। তবে এখন তিনি নিচ্ছেন ১২ থেকে ১৫ লাখ টাকা।

এদিকে, নায়িকা হিসেবে অপুর প্রথম ছবির সম্মানী ছিল ৩ লাখ টাকা।