লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন জানান, আজিমপুরে এলাকায় একটি বাসার নিচ তলায় ইভাসহ আরেক ছাত্রী ভাড়া থাকতেন। রাতে ওই বাসায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ইভা। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আত্মহত্যা কী কারণে তা এখনো জানা যায়নি, তবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।