ইতালিতে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরল শিশুরা

FacebookTwitterEmailShare

ইতালিতেইউরোপের দেশ ইতালিতে বাংলা শিক্ষা ও সংস্কৃতি প্রসারিত করে যাচ্ছে ভেনিস বাংলা স্কুল। যেকোনো দিবসে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তিসহ বাংলাদেশি সংস্কৃতি ছড়িয়ে  দিচ্ছে ইতালিয়ানদের মাঝে। প্রতিবছরের ন্যায় এ বছরও ইতালির ভেনিসে ৪ দিনব্যাপী আয়োজন করা হয় ‘ফেসতা দি সান জোবাননি ইন ব্রাগোরা’। ২১ জুন হতে ২৪ জুন পর্যন্ত চলে এ উৎসব।

উৎসবের তৃতীয় দিনে প্রথমবারের মতো বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরলেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা। সে সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, স্কুলের শিক্ষিকা মোসা. প্রিয়া, আয়োজক কমিটির মাত্তেও এবং মার্মা আনসেল্মি।

অনুষ্ঠান চলাকালে উপস্থিত সকলে বাংলা গান ও নাচ দারুণ উপভোগ করেন।