বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন ঐশী

মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফেসবুক পেজে আজ সোমবার সকালে একটি পোস্ট দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে বাংলাদেশ এবার ইতিহাস গড়েছে। আর তা সম্ভব করেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী । সেই পোস্টে জানানো হয়েছে, হেড টু হেড চ্যালেঞ্জে ২ দশমিক ২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেওয়া হয়েছে। ২০ জন প্রতিযোগীর প্রত্যেকে ৯০ সেকেন্ড সময়ের মধ্যে বিচারকদের জানিয়েছেন তাঁদের স্বপ্ন আর ইচ্ছার কথা। ঐশীর স্বপ্ন আর ইচ্ছার কথা শুনে বিচারকেরা মুগ্ধ হন। তাঁর মেধা আর সৌন্দর্যের ব্যাপারে তিন বিচারক একমত হন। তাঁদের মতে, সেরা ত্রিশে লড়াই করার মতো সব যোগ্যতা আছে ঐশীর।

২০ জন প্রতিযোগীর সঙ্গে ঐশী (বাঁ থেকে প্রথম)বিচারকদের প্রশংসায় অভিভূত ঐশী। দ্বিগুণ উৎসাহ আর অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলাদেশের মতো একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে গর্বিত ঐশী। বললেন, ‘আমার দেশের ইতিহাস আমাকে গর্বিত করে। সেই দেশের একজন শুভেচ্ছাদূত হিসেবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আমিও লড়ছি। পরপর দুবার বাংলাদেশ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আর প্রথমবারের মতো সেরা ত্রিশে জায়গা করে নিয়েছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ যখন জানাল, সেরা ত্রিশে আমার জায়গা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসে ঢুকে গেছে, এর চেয়ে গর্বের আর কী হতে পারে! আমি অভিভূত। উচ্ছ্বসিত। আনন্দিত।’

সবার সঙ্গে ঐশীপিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন মাথাভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায়। ভর্তি কোচিং করার সময়ই দেখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজ্ঞাপন। নাম লেখান প্রতিযোগিতায়। নানা ধাপ পেরিয়ে ৩০ সেপ্টেম্বরের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন তিনি। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে। অন্তর শোবিজের আয়োজনে সেদিন সেরা ১০ সুন্দরীর মধ্য থেকে ঐশীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে যান। মেধা আর সৌন্দর্যের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ ঐশী। তখন তিনি জানান, ‘আগামী দিনগুলোয় আমি অর্টিজম নিয়ে কাজ করতে চাই।’

বেড়ানোর ফাঁকে সবার সঙ্গে ঐশী‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় এখন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে এখন তাঁর অবস্থান। এর মধ্যে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের ২০টি গ্রুপের বিজয়ীরা পৌঁছে গেছেন ফাইনাল রাউন্ডে।

এদিকে সেরাদের দৌড়ে জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত ঐশী। তিনি বলেন, ‘আমি অনেক খুশি। বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী আর বন্ধুদের প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা আমাকে সমর্থন করে ভোট দিয়েছেন। আপনাদের ভোটের কারণে আমি এত দূর আসতে পেরেছি। ভালোবেসে পাশে আছেন, ভবিষ্যতেও আপনাদের পাশে পাব। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে অনেক দূর এগোতে চাই।’

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের পছন্দের প্রতিযোগীকে ভোট প্রদানের পদ্ধতি ছিল চার ধরনের। এগুলো হলো প্রতিটি দেশের মিস ওয়ার্ল্ড অফিশিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা, মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে কনটেস্ট্যান্ট অপশনে গিয়ে ভোট প্রদান, অফিশিয়াল মবস্টার অ্যাকাউন্টে প্রতিযোগীদের ছবিতে লাইক দেওয়া ও কমেন্ট করা এবং মডেল পাওয়ার লাইভে নির্দিষ্ট লিংকে ক্লিক করে পছন্দের প্রতিযোগীকে লাইক দেওয়া।

এদিকে মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট ফাইনালে অস্ট্রিয়া, মিসর, রুয়ান্ডা, চিলি ও জাম্বিয়ার প্রতিযোগীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন ঐশী। ৮ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৮ ’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানেই ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। এবার বিশ্ব সুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গত আসরের ‘মিস ওয়ার্ল্ড’ ভারতের মানুষি ছিল্লার। জানা গেছে, গ্র্যান্ড ফিনালে শেষে ১০ ডিসেম্বর ঢাকায় ফিরবেন ঐশী।