স্বর্ণকুম যেন এক স্বর্গরাজ্য । হারিয়ে যেতে নেই মানা ।
কিভাবে যাবেন স্বর্ণকুম ?
বান্দরবান থেকে রোয়াংছড়ি পার হয়ে কচ্ছপতলি ক্যাম্প । এরপর জলের ছরা দিয়ে দু’ঘণ্টার পথ পাড়ি দিয়ে শীলবান্ধা গ্রাম । শীলবান্ধা গ্রাম থেকে গভীর পাহাড় জঙ্গলে। কিছু পাহড়ি পথ পার হওয়ার পর দুপাশে উঁচু পাহাড়ের ভাঁজে কুমের দেখা পাবেন।
প্রথমেই দেবতাকুম এরপর কুমের পর কুম বাঁশের ভেলায় শীতল পানিতে সবুজ গাছের ছায়ায় পাহাড়ি নানা পাখির ডাক আর টুপটাপ জলের শব্দ। মাঝে মাঝে ঝিঁ ঝিঁ পোকার শব্দ । এরপর পৌঁছে যাবেন স্বর্ণকুম ।