কি কি কারণে শিশু প্রতিবন্ধি হতে পারে

কি কি কারণে শিশু প্রতিবন্ধি হতে পারে

 

১। জন্মের পর পর শিশু কান্না না করলে। জন্মের সময় শিশুর অবস্থান উল্টা থাকলে।

২। জন্মের সময় শিশু মাথায় আঘাত পেলে। জন্ডিস হলে।

৩। দীর্ঘ সময় মা প্রসব বেদনায় ভূগলে। শিশুর হঠাৎ জ্বর এবং খিচুনী হলে।

৪। মাথা স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট হলে, মাথায় টিউমার বা অন্য কোনো রোগ হলে।

৫। শিশুর জন্মের আগে ও পরে মায়ের খিচুনী হলে, শিশু অবস্থায় পোলিও রোগ হলে।

৬। গর্ভকালীন সময়ে মায়ের যে কোন ধরণের বড় কোন সমস্যা-উচ্চ রক্তচাপ, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া।

উপরক্ত সকল রোগ বা ঘটনার শেষ অবস্থান হচ্ছে Cervebral pulsy বা মস্তিষ্কে পক্ষাঘাত।

প্রতিবন্ধিশিশু প্রতিবন্ধি