করোনার জের, পরিচারিকাকে ছুটি দিয়ে বাসন মাজছেন ক্যাটরিনা

FacebookTwitterEmailShare

করোনারকরোনার আতঙ্কের জেরে আপাতত ঘরবন্দি প্রায় গোটা দেশের মানুষ। দেশের কোনও রাজ্যে লকডাউন আবার কোথাও ১৪৪ ধারা। গোটা দেশ কার্যত অবরুদ্ধে। করোনা আতঙ্কের জেরে তাই সাধারণ মানুষ যেমন নিত্য দিনের কাজ খেকে কিছুদিনের জন্য নিস্তার পেয়েছেন, তেমনি শ্যুটিং বন্ধ করে দিয়েছেন সেলেবরাও। সলমন খান, করিনা কাপুর কান, মালাইকা অরোরাদের মতো এবার তাই ঘরের মধ্যে বন্দি থেকে নিজের কাজ নিজেই করতে শুরু করে দিয়েছেন ক্যাটরিনা কাইফও।

সম্প্রতি নিজের বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেন ক্যাটরিনা। যার কোনটিতে ক্যাটকে গিটার বাজাতে দেখা যায়, আবার কোনওটায় দেখা যায় শরীর চর্চা করতে। এবার ক্যাট শেয়ার করলেন বাসন মাজার একটি ভিডিয়ো।

 

গোটা দেশের সঙ্গে মুম্বইও যখন লকডাউন, তখন বাড়ির পরিচারিকাকেও ছুটি দিয়েছেন বলিউড অভিনেত্রী। ফলে নিজের কাজ নিজেই করতে শুরু করেছেন সলমন খানের প্রাক্তন বান্ধবী। শুধু তাই নয়, কীভাবে নিজের বাজন নিজেই মাজতে হয়, তাও ভক্তদের দেখিয়ে দেন বি টাউনের এই প্রথম সারির অভিনেত্রী।