ক্রিস গেইল ঝড়ে প্রথম বার বিপিএল চ্যাম্পিয়ন রংপুর

ক্রিস গেইল -এর ঝড়ে প্রথম বার বিপিএল চ্যাম্পিয়ন রংপুর

ক্রিস গেইল, ক্রিকেট বিশ্বে বোলারদের ত্রাসের নাম। নামের সাথে সুবিচার করতে যে কোনো সময় দেখিয়ে দেন তান্ডব। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের দর্শকরা সেই তান্ডবের স্বাক্ষী হলো আজ।

৭৯ বলে করেন ১৪৬ রান করে অপরাজিত থাকেন গেইল

পঞ্চম বিপিএল-এর ফাইনালে ঢাকা ডায়নামেন্টস বিপক্ষে মাত্র ৭৯ বলে করেন ১৪৬ রান করে অপরাজিত থাকেন গেইল। এই রান করতে ৫টি চারের সাথে ১৮টি ছক্কা হাকান ।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। সাকিবদের শুরুটা ভালো হলেও শেষ পরযন্ত গেইলের ঝড়ে ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২০৬ রান করেন রংপুর রাইডার্স।গেইলের সাথে জুটি বেধে ৪৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন  ম্যাককুলাম।

২০৬ রানের বিশাল রান তারা করতে নেমে শুরুতে হুচট খায় ঢাকা। মাশরাফির বলে এলবিডব্লিউর শিকার হন মেহেদী মারুফ। জহরুল ছাড়া আরও কেউ তেমন কিছুই করতে পারেন নি। জহরুল ৩৮ বলে ৫০ রান করে উদানার বলে আউট হয়ে লড়াইটি থেমে যায়। ৫৭ রানে জয় নিয়ে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হন রংপুর রাইডার্স।

ক্রিস গেইল