বসিলায় জঙ্গি বাড়ির ভেতর র্যাবের অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িটির ভেতরে অভিযান শুরু করেছে র্যাব। এর আগে ওই বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। টিনশেড বাড়িটিতে ঢুকেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটসহ বিশেষ ফোর্স। আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে ওড়ানো হয়েছে ড্রোন।
আজ সোমবার ভোর রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। ভিতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে।
সকাল সোয়া ৯টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢুকেন। এরপর কয়েক দফা গুলির শব্দ শোনা যায়।
পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের পক্ষ থেকে ড্রোন ওড়াতে দেখা গেছে ওই এলাকায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান অভিযানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা আস্তানার ভেতরে প্রবেশ করেছেন। তারা বেরিয়ে এলে ভেতরের পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে র্যাব।
এটি একটি একতলা টিনশেডের বাড়ি। এতে চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব-২।
https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR0QsvcqjH0dMmsEQj-NPglRMt4gW5oe32oH3C-jCb4BnnI893b6ABrzpvk