জেনে নিন আপনার এ সপ্তাহের রাশি : কাউসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

জীবনের যেকোনো অবস্থায় ভারসাম্য বজায় রেখে চলতে পারাটা একটা বড় ব্যাপার। দায়িত্ব আসবে, এটা ঠিকমতো বহন করতে হবে। এর জন্য যে মনোবল প্রয়োজন সেটা আপনাকে আনতেই হবে। চলতি সপ্তাহটি আপনাকে সাফল্য উপহার দেবে। কল্যাণ হোক!

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

রবীন্দ্রনাথের একটা গান আছে, ‘আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব’। এর অর্থ মানুষের ক্ষমতার শেষ নেই। প্রিয় বৃষ, কথাটি মনে রেখে জীবনের মুখোমুখি হোন এবং সামনে এগিয়ে চলুন। আপনার কোনো ভয় নেই।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

সাহস হারাবেন না। মিথুন রাশির নারী-পুরুষ বিপর্যয়ে স্থির থাকতে জানেন। স্থির থাকুন। আপনি সব বাধা পার হয়ে যেতে পারবেন। কল্যাণ হোক!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি সপ্তাহে আপনার সঙ্গে অন্য কারও মতের অমিল দেখা দিতে পারে। যদি হয় তাহলে অবাক হবেন না। ওটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু খেয়াল রাখবেন ওই মতের অমিলটা যেন সংঘাতে রূপ না নেয়। ভালো থাকুন, আনন্দে থাকুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

চোখের সামনে যা দেখবেন, সেটাকেই সত্যি বলে ধরে নেবেন না। দেখার ভুলও হতে পারে। ভালো করে দেখুন, সত্য-মিথ্যা যাচাই করুন। তারপর সিদ্ধান্ত নিন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আমরা যখন শুনি ভালো থেকো বা ভালো থাকবেন, তখন কথাটির সঙ্গে একটি আশীর্বাণীও যেন মাখানো থাকে। ওই একটিমাত্র কথায় মন ভরে যায়। চলতি সপ্তাহে এ ধরনের কোনো কথা শুনলে সেটাকে মূল্য দেবেন। আপনার মন ভালো হয়ে যাবে।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

সবার আগে মনটাকে বশে আনা দরকার। মনকে বশে আনতে পারলে পৃথিবীর যাবতীয় কাজ আপনি করতে পারবেন। চলতি সপ্তাহে কঠিন দায়িত্ব আসবে, সে দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। জয় হোক!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

চলতি সপ্তাহটি বৃশ্চিকের জন্য একটি বিজয়ের সপ্তাহ। এ সপ্তাহে নানা বাধা পেরিয়ে আপনি নতুন নতুন সাফল্য অর্জন করতে পারবেন। সুগম হোক আপনার শুভ যাত্রা!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

ভয়কে স্বীকার করে নেবেন না। যত বেশি ভয় পাবেন, ভয় ততই আপনাকে পেয়ে বসবে। মনের শক্তি নিয়ে সামনে চলুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

সংঘাত দেখলেই বুঝতে হবে যে সামনে সাফল্য আছে, শুভ দিন আছে। কাজেই জীবনের প্রতিটি সংঘাতকে এভাবেই দেখবেন। ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

মন খারাপ থাকলে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত পান করুন, এ আমার বরাবরকার ব্যবস্থাপত্র। একটু চেষ্টা করে দেখুন না। গরম কমবে। মনটাও খুশি হয়ে উঠবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

তথ্য এবং জ্ঞান আমার মতে দুটি ভিন্ন বিষয়। যদিও তথ্যের ভিত্তি ছাড়া জ্ঞান হয় না। তথ্য হচ্ছে একগাদা মনে রাখার মতো খুঁটিনাটি। আর জ্ঞান হছে একটা সার্বিক অনুভূতির মতো, যা মনকে সমৃদ্ধ করে। আমাদের জীবনে দুটোরই প্রয়োজন আছে। এ নিয়ে আমরা ভেবে দেখতে পারি। চলতি সপ্তাহে একটু বাইরের পড়াশোনার দিকে মন দিন। শুধু প্রথাগত পড়াশোনা থেকে তেমন কিছু পাওয়ার সম্ভাবনা নেই।