শরীরের তিল নিয়ে কৌতূহলের শেষ নেই। কোথায় তিল থাকলে ভবিষ্যতে কি হবে ইত্যাদি বিষয় ভেবে অনেকেই আগ্রহী হয়ে ওঠে তা জানার জন্য। যেমন ঠোঁটে তিল থাকলে লাভ ম্যারেজ হবে, হাতে তিল থাকলে ভালো রাঁধুনি হবে-এরকম অনেক তথ্যই আমরা জানি এবং লোকের মুখেও শুনে থাকি। তবে এগুলোর কার্যকরীতা নিয়ে সংশয়ও রয়েছে। অনেকেই আবার এসব বিষয়ে বিশ্বাসী অনেকেই আবার এসব পাত্তা দেন না। সুতরাং, যারা বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে এই বিষয়ে আলোচনা। অনেকের ভাগ্যের চাবিকাঠি থাকে বিয়ের আগে পর্যন্ত আবার উল্টোদিকে অনেকের ভাগ্যের চাবিকাঠি বিয়ের পর খোলে।
শরীরে কোথায় তিল থাকলে বিয়ের পর ভাগ্য খুলবে তা জেনে নিন-
১. ভ্রুর ঠিক নিচের অংশে
২. কানের ঠিক পেছনের অংশে
৩. চোখের কোনায়
৪. পায়ের তলায় অর্থাৎ পায়ের পাতার তলায়
৫. দুটি ভ্রু যেখানে জোড়া লাগে তার ঠিক ওপরের অংশে
৬. ডানদিকের গালে
৭. হাতের তালুতে
৮. নাকের পাশে অর্থাৎ নাকের মধ্যেই তিল থাকবে একটু পাশের দিকে.
৯. ঘাড়ের কাছাকাছি তিল থাকাও মঙ্গল
১০. ঠোঁটের নিচের অংশে
এইসব জায়গায় তিল থাকার অর্থ হলো মানুষটির ভাগ্যের উদয় হবে বিয়ের পর থেকেই।
Post Views: 1,681