ঝড়ের সময় ভুলেও যেসব কাজ করবেন না

চলতি বছরে বৈশাখ শুরু হওয়ার আগে থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টিতে থেমে নেই, ঝড় হওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। ঝড়ে বজ্রপাতে সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়ের কবলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ।

তাই ঝড়ের সময়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তা হলে প্রাণহানি কমানো যাবে। তবে ঝড়ের সময় অনেকে ভয় পেয়ে যান ও বুঝতে পারেন না, কী করবেন। ঝড়ের সময় ঘরে বা বাইরে যেখানে থাকুন না কেন? নিরাপদে থাকুন।

আসুন জেনে নেই ঝড়-তুফানের সময় ভুলেও যেসব কাজ করবেন না।

১. যেখানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে, সেখানে আশ্রয় নিন।

২. পুরনো বাড়ি ও ঝুঁকিপূর্ণ দেয়াল এড়িয়ে চলুন।

৩. ঝড়ের সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।

৪. ধুলোবালি বেশি হলে নিরাপদ স্থানে চলে যেতে পারেন।

৫. বাইরে থাকলে মজবুত কোনো ভবনের নিচে আশ্রয় নিন।

৬. নিরাপত্তার জন্য চশমা বা মাস্ক পরতে পারেন।

৭. ঝড়ের সময় কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন।

৮. বাড়ির জানালা-দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন।

৯. বাড়ির সব প্রকার ইলেকট্রিক সংযোগ বন্ধ রাখুন।

১০. ঝড়ের সময় মোবাইল ফোন চার্জ দেবেন না।

১১. ঘরের বাইরে বের হবেন না।

১২. শিশুদের প্রতি খেয়াল রাখুন।

১৩. ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, পানি ও ওষুধ রাখবেন।

১৪. প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন।

১৭. মোমবাতি বা ব্যাটারিচালিত কোনো আলো হাতের কাছে রাখুন।

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR26WmSxAL_JA3GL3VBX48azXxfRo2soAOU7AoW-s_143XwEQoxu2rSjYf0

 

ঝড়ের সময়বৈশাখ