Agriculture Tips Cover Story টবে ব্রকোলি চাষ By abc on Jun 11, 2018 ব্রকোলিব্রকোলি একটা উৎকৃষ্ট সবজি, তবে মাঠ থেকে তোলার পর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে টবে চাষ করতে পারলে ভাল হয়। ব্রোকলিতে ভিটামিন সি, ক্যারোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদান রয়েছে অল্প পরিমাণে।জাত আমাদের দেশে এল সেন্ট্রো, ডি সিক্কো, প্রিমিয়াম ক্রস, গ্রীন কমেট ইত্যাদি জাতের ব্রোকলি পাওয়া যায়।সময়আশ্বিন-অগ্রহায়ণ (সেপ্টেম্বর-ডিসেম্বর) চাষের সময়।বীজ থেকে চারা তৈরি বীজ থেকে চারা তৈরি করে মূল টবে লাগাতে হবে। বীজ গজাতে সময় লাগে ৩/৪ দিনে। ৮/৯ দিন বয়সের চারা তুলে অল্প দূরত্বে আরেকটি বীজতলার টবে লাগাতে পারলে শক্তিশালী চারা পাওয়া যাবে।সার ও মাটিগোবর, টিএসপি ও খৈল দিয়ে সার-মাটি তৈরি করতে হবে। মনে রাখতে হবে মাটি সব সময় নরম তুলতুলে থাকলে গাছ তাড়াতাড়ি বাড়ে।ব্রকোলির চারা রোপণ৩/৪ সপ্তাহের সুস্থ চারা সার-মাটি ভরা টবে লাগতে হবে। চারা লাগাতে হবেবিকাল বেলাতে। চারা লাগানোর পর গোড়ায় মাটি খুব হালকা করে চেপে দিতে হবে। কেননা জোরে চাপ দিলে নরম শিকড় ছিঁড়ে যেতে পারে। পরিচর্যা ব্রোকলির চারা লাগানোর প্রথম ৩/৪ দিন চারাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং চারা না লেগে যাওয়া পর্যন্ত সকাল-বিকাল পানি দিতে হবে। চারা লেগে গেলে মাঝে মাঝে মাটি একটু খুঁচিয়ে দিতে হবে এবং ২/১ দিন পর পর সেচ দিতে হবে। গাছ একটু বড় হলে ১৫ দিন পরপর তরল সার বা পাতার সার দিলে ভাল হয়। পরে গোড়ার মাটি চারদিক থেকে তুলে দিতে হবে এবং টবের কিনার বরাবর সেচ দিতে হবে।ক্ষতিকর পোকা: শুঁয়া পোকা ও জাব পোকা ব্রোকলির ক্ষতি করে।প্রতিকার: জাব পোকা বেশি হলে রিডেন ও শুঁয়া পোকা বেশি হলে মার্শাল ওষুধ প্রয়োগ করতে হবে সহকারি উপ-কৃষি কর্মকতার পরামর্শ অনুযায়ী। যদি শুঁয়া পোকা এবং জাব পোকা একসাথে আক্রমণ করে তাহলে নাইট্রো ওষুধ স্প্রে করা যেতে পারে।ফসল সংগ্রহ: ব্রোকলির চারা রোপণের পর ৩ থেকে সাড়ে ৩ মাসের মধ্যে সবজিটি খাবার উপযোগী হয়। ব্রোকলির কাণ্ডের শাঁস খুব নরম হয় বলে সবজি হিসেবে খাওয়া যায়। ফুল ২/৩ সপ্তাহ হলে খাওয়ার উপযোগী হয়। ফসল সংগ্রহের সময় প্রথমে উপরের ফুলটি কেটে নিয়ে গাছটি বাড়তে দিলে নিচের পাতার গোড়া থেকে আবার ফুল বের হবে যা পরবর্তীতে সময়মত সংগ্রহ করা যাবে।টবে লাগানোর জন্য জৈব সার, কোকো ডাস্ট ও ট্রাইকোডারমার সমন্বয়ে তৈরি সুপারসয়েল কিনুন মাটি থেকে। ২৫ কেজির বস্তা ৪০০ টাকা। ফোন: ০১৬১৮৪৪২৮২৮ Post Views: 2,323 Related posts: টবে পুদিনা পাতার চাষ বিদেশি পাখি পালন : বাংলাদেশে একটি লাভজনক ব্যবসা শখের কবুতরের কিছু রোগ, প্রতিকার এবং টিপস ছাদে টবে বা ড্রামে লাউ চাষ শেষ মুহূর্তে ইলিশ আর ইলিশ নিচু এলাকার জন্য উত্তম ফসল ভাসমান সবজি চাষ হাইব্রিড লাউ চাষে লাভ বেশি গোল মরিচ চাষের বিস্তারিত কৃষি তথ্য জারবেরা চাষ করে স্বাবলম্বী হোন ব্লাস্ট রোগে পুড়ছে কৃষকের ধান লাউয়ের পুষ্টি গুনে হবেন আপনি তুষ্ট মৌমাছি পালন : সমস্যা ও সম্ভাবনা রঙিন মাছ চাষ পদ্ধতি ও আয় গরমে মুরগিদের অসুবিধা ও তার প্রতিকার ফুল ব্যবসা , কাজ করছে ২৫ লাখ মানুষ করোনায় কৃষির দিকে ঝুঁকছে অনেক দেশ শিং ও মাগুর মাছ চাষ পদ্ধতি : জেনে নিন কেমন আয় করা সম্ভব বাড়ির ছাদে করে ফেলুন শখের বাগান ছাদে করলা চাষ করবেন যেভাবে How to make egg food for budgerigar