সামান্য এই টুথব্রাশ হোল্ডারের দাম কয়েক লক্ষ টাকা! কেন জানেন?

একটা সাধারণ টুথব্রাশ হোল্ডার। মাত্র পাঁচ ডলার দাম। মানে ধরুন ৩৫০ টাকার মতো। কিন্তু এর দর এখন কয়েক লক্ষ টাকা! কেন জানেন?

এমনই ঘটনা ঘটেছে কার্ল মার্টিন নামে ব্রিটেনের এক ব্যক্তির সঙ্গে। নিলামে সামান্য টাকায় কেনা এই পাত্র পাঁচ বছর ব্যবহারও করছেন তিনি ও তাঁর পরিবার।
মার্টিনের একজন প্রত্ন ব্যবসায়ী বন্ধু এক দিন খেয়াল করেন, মার্টিনের কাছে থাকা পাত্রের মতো দেখতে একই রকম একটি পাত্র নিলামে কয়েক লক্ষ ডলারে বিক্রি হয়েছিল বেশ কয়েক বছর আগে।

নিজের ওয়াশরুম থেকে ব্রাশ হোল্ডারটি এনে বন্ধু জেমস ব্রেঞ্চকে দেখিয়েছিলেন তিনি। তখনই ব্রিটিশ ইতিহাস বিশেষজ্ঞ ওই বন্ধু বলেন, সাউথ ডার্বিশায়ারের নিলাম থেকে সামান্য দামে কেনা হোল্ডারটি অমূল্য।

নিজের ওয়াশরুম থেকে ব্রাশ হোল্ডারটি এনে বন্ধু জেমস ব্রেঞ্চকে দেখিয়েছিলেন তিনি। তখনই ব্রিটিশ ইতিহাস বিশেষজ্ঞ ওই বন্ধু বলেন, সাউথ ডার্বিশায়ারের নিলাম থেকে সামান্য দামে কেনা হোল্ডারটি অমূল্য।

বিখ্যাত সংস্থা ‘হানসন্স অকশনার্স’ জানিয়েছে, মার্টিনের কাছে থাকা হোল্ডারটি ব্রিটেনে নিয়ে এসেছিলেন ভ্রমণপিপাসু কোনও ব্যক্তি।
সম্ভবত আফগানিস্তানের সুপ্রাচীন পাত্র এটি। যা ব্যবহৃত হত খ্রিস্টপূর্ব ১৯০০-তে। অর্থাত্ টুথব্রাশ হোল্ডারটি প্রায় ৪ হাজার বছরের পুরনো। এটি শোনার পর ১০০ ডলারে মার্টিন এই পাত্র বিক্রি করে দেন। এটি নিলামে আরও বেশি দামে, প্রায় কয়েক লক্ষ বিক্রি হবে বলেই মনে করা হচ্ছে, জানায় নিলাম ঘর । কিন্তু কেন এটি বিক্রি করলেন মার্টিন

মার্টিন বলেন, ‘‘নিলাম ঘরে তো কত কীইই বিক্রি হয়। কিন্তু ওই প্রাচীন পাত্র এত দিন ব্যবহার করে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল।’’