নিয়মিত কাজ না পাওয়ার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন এই তারকারা। প্রায় দুই বছর আগে মাতাল সিনেমায় চুক্তিবদ্ধ হন সাইমন সাদিক। এর শুটিং শেষ হয় মাস দুয়েক আগে। এটাই ছিল সাইমনের সর্বশেষ শুটিং। এ ছাড়া প্রায় এক বছর আগে চুক্তিবদ্ধ হন আনন্দ অশ্রু সিনেমায়। আর মাস দুয়েক আগে নাম ঠিক না হওয়া নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘এখন তো সিনেমা তৈরির সংখ্যা কমে গেছে। প্রযোজকেরা আসছেন না। যাঁরা আছেন, তাঁরাও নিয়মিত নন। তাহলে কাজ আসবে কোথা থেকে?’
প্রায় এক বছর আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমার চুক্তিপত্রে নাম লেখান বাপ্পী চৌধুরী। তবে এর মধ্যে আরও আগে চুক্তিবদ্ধ হওয়া কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন বা করছেন। দীর্ঘ সময় নতুন সিনেমা হাতে না আসার ব্যাপারে সিনেমার সংখ্যা কমে যাওয়ার বিষয়টিই বড় কারণ বলে মনে করেন এই অভিনেতা। তবে এর জন্য দায়ী করলেন সিনেমার মানুষদেরই। তিনি বললেন, ‘নিজেদের মধ্যে রেষারেষির কারণেই সিনেমার অবস্থা খারাপ হচ্ছে।’
সিনেমায় অভিষেক হওয়ার পর টানা দুই বছর নিয়মিতই কাজ করে গেছেন নুসরাত ফারিয়া। গত বছরের শুরুতে ইন্সপেক্টর নটি কে সিনেমাটি মুক্তি পায়। দীর্ঘ সময় পর মাস দুয়েক আগে শাহেনশাহ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। কাজ নিয়মিত না হওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমাদের দেশে সব সেক্টরেই উন্নতি হচ্ছে, শুধু সিনেমাতেই অবনতি। ফলে আমাদের কাজও কম হচ্ছে।’ তাঁর কথা, দিনের পর দিন প্রযোজনা প্রতিষ্ঠান কমে যাচ্ছে, সেই সঙ্গে সিনেমাও। শিল্পীদের কাজও কমছে।’
গত বছরের জুলাই মাসে শুটিং শুরু হয়েছে বাহাদুরী সিনেমার। এর শুটিং শেষ হয়নি এখনো। সেটার পর প্রায় দেড় বছর হয়ে গেল, নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হনটি পরীমনি। আগের শেষ করা দুই–তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন সিনেমা হাতে নেই ঢাকাই ছবির এই নায়িকার। পরীমনির কথা, ‘গড়ে সিনেমা নির্মাণের সংখ্যাই কমে গেছে। তার মধ্যে ভালো মানের সিনেমার সংখ্যা আরও কম। এ কারণে শিল্পীদেরও কাজ কম।’ পরীমনির মতে, ‘এটা ইন্ডাস্ট্রির ব্যর্থতা। আমরা শিল্পীরা এর দায়ভার নিতে পারি না।’
সুলতান সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার প্রায় আট মাস পর মাস দেড়েক আগে সাপলুডু নামে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। ২৩ অক্টোবর থেকে এর শুটিং শুরু হওয়ার কথা। মিমের অভিযোগ, ‘এখন তো এক জাজ মাল্টিমিডিয়া ছাড়া কোনো প্রযোজনা প্রতিষ্ঠানই নিয়মিত কাজ করে না। কিন্তু জাজ শুধু নিজেদের ঘরের শিল্পীদের নিয়ে কাজ করে।’
টানা কাজ নেই আরিফিন শুভর হাতেও। একটি সিনেমার গল্প নামে সিনেমাটির পর প্রায় ছয় মাস হয়ে গেল দেশীয় কোনো সিনেমার কাজে দেখা যায়নি এই অভিনেতাকে। মাস দেড়েক আগে জ্যাম ও সাপলুডু নামে দুটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এখনো সিনেমা দুটির শুটিং শুরু হয়নি।
পুরোনো বেশ কয়েকটি সিনেমার শুটিং চলমান থাকলেও প্রায় ছয় মাস হয়ে গেল, নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি অগ্নিখ্যাত মাহিয়া মাহিকেও।