Cover Story Entertainment ব্যক্তিগত প্রশ্নে রেগে গেলেন দীপিকা , জবাবে চুপ সাংবাদিকরা By abc on Apr 18, 2019Apr 18, 2019 দীপিকাগত বছরই গাঁটছড়া বেঁধেছেন এই সেলেব কাপল। পাপারাৎজিরাও প্রায় সমসমই তাক করে আছেন তাঁদের দিকেই। ইতিমধ্যে বি-টাইনের অন্যতম হটকেক বলতে যা বোঝায় তা হল দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। এমনকী ‘রিলেশনশিপ গোল’ হিসেবেও তালিকার শীর্ষের রয়েছে দীপবিরের নামই। বলার অপেক্ষা রাখে না, একাধিকবার অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের। সম্প্রতি ফের এমনই এক প্রশ্নে কার্যত মেজাজ হারালেন দীপিকা।একটি অনুষ্ঠানে দীপিকার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চান সাংবাদিকরা। তাঁকে জিজ্ঞেস করা হয় মা হওয়া নিয়ে কী ভাবছেন তিনি, ব্যস এতেই রীতিমতো রেগে যান দীপিকা। সোজাসাপটা উত্তর দেন, “যেদিন আপনারা এই প্রশ্ন করা বন্ধ করবেন সেদিনই পরিবর্তন আসবে। যখন এটা হওয়ার, তখন হবে। নিশ্চয় সময় মতো মা হবো। একজন দম্পতি বা মহিলার ওপর এই বিষয়টা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়।” এই প্রসঙ্গ রণবীর এড়িয়ে গেলেও, মুখের ওপরই জবাব দেন নায়িকা। যা দেখে একেবারে চুপ করে যান সাংবাদিকরা। উল্লেখ্য আপাতত কেরিয়রেই মন দিয়েছেন এই সেলেব দম্পতি। পাড়ুকোন কাজ করছেন ছপক ছবিতে। অন্যদিকে রণবীর সিং-এর হাতে রয়েছে ৮৩, তখত এর মতো ছবি।https://youtu.be/r0t64gzuqtg Post Views: 1,806 Related posts: জয়া আহসান হলেন জীবনানন্দের স্ত্রী আনুশকা শর্মা বিরাট কোহলি এই সপ্তাহেই বিয়ের পিঁড়িতে শিল্পী বিশ্বাসের ‘দেয়ালে দেয়ালে’ ভেঙে গেল লাক্স তারকা নাদিয়া মিম এর বিয়ে বচ্চন স্যার ও আমি হিট জুটি : তাপসী পান্নু ঈদের দিন শাকিবের সঙ্গে কথা হয়েছে: বুবলি ক্যান্সারের সঙ্গে লড়াই, জীবন-মৃত্যুর ভেলায় ভেসে চিঠি ইরফানের ‘দহন’ ছবির আলোচিত নায়িকা মম গানে এসেছেন শাফিনের ছেলে আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি নার্গিস সব গুজবে জল ঢেলে দিলেন ভোটে জিততে মুসলিম হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা ! অভিনয় ছেড়ে দেওয়া ময়ূরী এখন গুগলপ্রধান পাপেট শো নিয়ে নওশাবা ‘জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে, সে সব আর ফিরে দেখতে চাই না’ সোনম কাপুর-এর ওয়েবে ফ্যাশন রহস্য দুর্ঘটনায় ঝলসে যাওয়া পিয়া বিপাশার মুখ নতুন লুকে হাজির শাহরুখ কন্যা সুহানা ‘ভালো নাটকের সংখ্যা বের করা কিছুটা কষ্টের’ : অহনা