দুবাইয়ের এমার রিয়েল এস্টেট কোম্পানির ৬টি প্রকল্প থেকে কোনো বিদেশি নাগরিক বাড়ি কিনলেই তাকে দেশটির ভিসা দেওয়া হবে ১০ বছরের জন্যে। দুবাই ক্রিক হারবার ও ডাউনটাউন দুবাইয়ের মত অভিজাত এলাকা এ প্রকল্পের অন্তর্গত। যিনি বাড়ি কিনবেন তার পরিবারের সকল সদস্য দেশটির ভিসা পাবেন। তিন বছরে এ বাড়ির দাম পরিশোধের সুযোগও থাকছে। এমার রিয়েল এস্টেট আমিরাতে বাড়ি কেনার ক্ষেত্রে যে ৪ ভাগ রেজিস্ট্রেশন ফি দিতে হয় তার অর্ধেক ছাড়ও দিচ্ছে।
আমিরাত সরকার দেশটির অর্থনৈতিক গতি বৃদ্ধি করতে বিদেশি বিনিয়োগকারীদের ভিসা সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে। এমনকি শতকরা শতভাগ মালিকানায় কিছু বিশেষ ধরনের শিল্পে ফ্রি জোনের বাইরে বিনিয়োগের সুযোগও দিচ্ছে আমিরাত। একই সঙ্গে স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে ১০ বছরের আবাসন সুবিধা সহ এসব বিষয়ে কৃতি শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দিচ্ছে। আরব বিজনেস
Post Views: 1,627