নাটকের গল্প নিয়ে তানভীর জানান, ‘ধুম্রজাল’ আবর্তিত হবে বউ বিষয়ক একটা বিড়ম্বনা নিয়ে। যেখানে দেখা যাবে, এক যুবক স্বপ্নে একে একে দুটি বিয়ে করে। কিন্তু কোনোটাতেই সে সুখী হতে পারে না। পরবর্তীতে তার স্বপ্ন ভাঙে। গল্প থেকে বের হয়ে আসে নতুন মোড়। এছাড়া গল্পের বিভিন্ন পরতে পরতে রয়েছে টুইস্ট।
‘ধুম্রজাল’ নিয়ে তানভীর বলেন, এই গল্পে একটা গতি আছে। দর্শকদের টেলিভিশনের সামনে ধরে রাখতে পারবে। বাকিটা প্রচারের পরই বোঝা যাবে। ৩৬০ প্রোডাকশনস প্রেজেন্টস ‘ধুম্রজাল’ নাটক প্রযোজনা করেছে ডিভাইন মাল্টিমিডিয়া। নাটকটি প্রচার হবে এনটিভিতে ২৯ মার্চ রাত ৯ টায়।