পেইনকিলার আপনার কতটা ক্ষতি করে?
আমাদের এখন নিয়মত অভ্যাস হয়ে গেছে যে, কোন ছোট-খাট আঘাত ফেলে বা কোন কারণে ব্যথা ফেলে একটি ফেইন কিলার ট্যাবলেট খেয়ে নেই। এটি কি ঠিক বলে মনে করেন আপন? পেইন কিলার ট্যাবলেট হয় তো আপানর সাময়িকভাবে আপনার ব্যথা কমাতে পারে। কিন্তু আপনার হয় তো জানা নেই এই পেইন কিলার একটি নিরব ঘাতক।
পেইনকিলার ট্যাবলেট একটি নিরব ঘাতক
সম্প্রতি নিউক্যাসেল ইউনিভার্সিটির গবেষকরা, গবেষণা করে বলেছেন, নিয়মিত হারে পেইনকিলার খেলে দেহের ওজন বাড়ার সম্ভাবনা প্রায় ৯৫ শতাংশ বৃদ্ধি পায়। আমাদের সকলেরই জানা আছে যে, ওজন বৃদ্ধি মানেই তার সঙ্গে জড়িত আছে, ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হার্টের রোগের মতো মরণ ব্যাধি।
যদি একবার এই রোগগুলির কোনো একটি শরীরে এসে বাসা বাঁধে, তাহলে কী হতে পারে, তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না! এখানেই শেষ নয়, আরও অনেকগুলো গবেষণায় জানা গেছে, পেইনকিলার নিয়ম ছাড়া সেবন করলে ফুসফুস, স্টমাক, ইনটেস্টাইন, লিভার, কিডনি সহ শরীরে একাধিক অঙ্গ তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে। ফলে দেখা দেয় নানা জটিল রোগ।
তাই এবার আপনাই সিদ্ধান্ত নিন, যন্ত্রণা কমাতে গিয়ে জটিল কোনও রোগ আক্রান্ত হয়ে পরতে চান নি?