বিয়ের আগের রাতে প্রিয়াঙ্কা আর নিকের নাচ দেখতে চান?

FacebookTwitterEmailShare

এরই মধ্যে খ্রিষ্টান এবং হিন্দু রীতিতে বিয়ে করেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস।
রাজস্থানের যোধপুরে উমেদ ভবন প্যালেসে এই বিয়ে ঘিরে এখন শুধুই উৎসব। ২৯ ডিসেম্বর থেকেই এখানে শুধুই খুশি আর আনন্দ।

বিয়ের আগে অন্যতম আকর্ষণ ছিল মেহেদি আর সংগীত অনুষ্ঠান। বিয়ের সংগীত অনুষ্ঠান এতটা জাঁকজমক হতে পারে, তা এর আগে কেউ ভাবেননি।
৩০ ডিসেম্বর রাতে নিক-প্রিয়াঙ্কার বিয়ের সংগীত অনুষ্ঠান পরিণত হয় বলিউডি পারফরম্যান্সে।

যাঁরা এই আয়োজন কাছ থেকে দেখেছেন, তাঁরা মন্তব্য করেছেন, এ যেন বলিউডের যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানকেও হার মানাবে।
আজ রোববার সেই সংগীত অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই।