ইডকল, বিআইএফএফএল এবং ঊষাএগ্রো এন্ড অটোব্রিকস্ লিঃ এর মধ্যে ৪০ কোটি টাকার সিন্ডিকেট ফাইন্যান্সিং এর চুক্তি স্বাক্ষর
পটুয়াখালীর লেবুখালীতে ঊষাএগ্রো এন্ড অটোব্রিকস্ লিঃ কতৃক একটি আধুনিক প্রযুক্তির ইট ভাটা স্থাপনের উদ্দেশ্যে বনানীর হোটেল সারিনাতে গত ০৪ ডিসেম্বর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানীলিঃ (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সফান্ড লিঃ (বিআইএফএফএল) এবং ঊষাএগ্রো এন্ড অটোব্রিকস্লিঃ এর মধ্যে ৪০ কোটি টাকার সিন্ডিকেট ফাইন্যান্সিং এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রেসবিজ্ঞপ্তি : ৪০ কোটি টাকার সিন্ডিকেট ফাইন্যান্সিং এর চুক্তি স্বাক্ষর
ইডকল এই সিন্ডিকেশনের মূল আয়োজক। উল্লেখ্য যে, ঊষাএগ্রো এন্ড অটোব্রিকস্লিঃ দৈনিক ১২০,০০০ ইট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব কোলগ্যাসিফিকেশন ভিত্তি কটানেলকিল্ন প্রযুক্তি ব্যবহারকরবে।
জনাব এস.এম. মনিরুলইসলাম, উপ-প্রধানকর্মকর্তা ও প্রধান আর্থিককর্মকর্তা, ইডকল, জনাব এস.এম. ফরমানুল ইসলাম, নির্বাহীপরিচালক ও প্রধাননির্বাহীকর্মকর্তা, বিআইএফএফএল এবং জনাব আইয়ুব আলীখান, ব্যবস্থাপনা পরিচালক, ঊষাএগ্রো এন্ড অটোব্রিকস্ লিঃ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ইডকল, বিআইএফএফএল এবং ঊষাএগ্রো এন্ড অটোব্রিকস্ লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন।