তবে এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, কিছু মানুষ ফেসবুক অ্যাকাউন্ট করার সময় তাদের ইমেইলের কন্ট্যাক্টগুলো তাদের অজান্তে ফেসবুকে আপলোড হয়েছে। আমরা হিসেব করে দেখেছি, প্রায় ১৫ লাখ মানুষের ইমেইল কন্ট্যাক্ট আপলোড হয়েছে। তবে এগুলো অন্য কারো সাথে শেয়ার করা হয়নি এবং আমরা এগুলো মুছে ফেলছি।
যাদের কন্ট্যাক্ট তালিকা ফেসবুকের হাতে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। কিন্তু এ ঘটনা ফেসবুকের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত আরেকটি বিতর্কিত বিষয় যা নিয়ে বিগত বছরগুলোতে অনেক হইচই হয়েছে। অবশ্য এমন ঘটনা কেন ঘটেছিল তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি এই টেক জায়ান্ট। যারা ফেসবুকের গোপনীয়তা রক্ষা বিষয়ক নীতিমালা এবং প্রতিশ্রুতি নিয়ে সন্দেহপ্রবণ, তারা এখন আরো বেশি বেশি ফেসবুকের দোষ-ত্রুটি তুলে ধরবেন বলেই মনে হচ্ছে।
সূত্র: এন গেজেট
https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&t=49s