ফোন ট্যাপ। বিষয়টি আজকের দিনে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। ফোন ট্যাপ করে হ্যাকাররা অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। ফলে ব্যবহারকারী হিসেবে যে কোনও সময় বিপদে পড়তে পারেন আপনিও। কী ভাবে বুঝবেন আপনার ফোন ট্যাপ হচ্ছে?
আপনি কারও সঙ্গে ফোনে কথা বলছেন। কিন্তু, মাঝে মধ্যেই সন্দেহজনক শব্দ শুনতে পাচ্ছেন ফোনের অন্য প্রান্ত থেকে। বিষয়টি কখনই হালকা ভাবে নেবেন না। এমন হলে ফোন ট্যাপ হওয়ার আশঙ্কা থাকে।
মোবাইলের ব্যাটারি ঠিকঠাক কাজ করছিল। কিন্তু, হঠাৎ খেয়াল করলেন, যতই চার্জ দিন না কেন, বেশি ক্ষণ চার্জ থাকছে না। তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন।
ফোন বন্ধ করার সময় কোনও সমস্যা হচ্ছে না তো? ফোন বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। বিষয়টি বেশ সন্দেহজনক। এরকম হলে সাবধান হন। আপনার ফোন হ্যাক হতে পারে।