অজানা রোগে আক্রান্ত ছিলেন শিক্ষার্থী ফারজানা । বাংলাদেশি ডাক্তাররা বলেছিলেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে। পার্সপোটসহ যাবতীয় সব ব্যবস্থায় করা হয়েছিল। খুব শিগগিরই ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু আর যাওয়া হলো না। সোমবার দিবাগত রাতে ফারজানার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এ শিক্ষার্থী পড়তেছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষে। নীলফামারী থেকে পড়তে এসেছিলেন বাকৃবিতে।
ফারজানাে এর সহপাঠী সূত্রে জানা গেছে, ফারজানার ক্রমাগত যকৃত ও প্লীহা অস্বাভাবিক বৃদ্ধির ফলে চামড়ার নিচে ব্লাড জমা হয়ে নিঃসরণ ঘটত। ফলে রক্তে হিমোগ্লোবিন বিলিরুবিন ও ফেরিটিনের স্বল্পতায় ঘন ঘন জ্বর আসত। বাংলাদেশি কোনো চিকিৎসক এই ব্যধির রোগ নির্ণয় করতে পারেননি বলে পিজি হাসপাতালের বিশেষজ্ঞগণ উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রেফার্ড করেছিলেন। কিন্তু যাওয়ার আগেই কেঁদে ভাসতে হলো ফারজানার পরিবার, বন্ধু, সহপাঠীদের।
Post Views: 2,067