ব্যাস, জি কে পাকড়াও করলো গাড়ির দোকানের কর্মীরা। জিজ্ঞেস করতেই জানা গেল আসল ঘটনা।
জি স্বীকার করে বলেছেন, ‘দোকানের জিনিস নষ্ট করলে ক্রেতা সেটা কিনতে বাধ্য। বাবা যেন আমাকে এটা কিনে দেন, এ কারণে বিএমডাব্লিউ গাড়িটিতে দাগ দিয়েছি।’
জি কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। সেই খুশিতে বাবা তাঁকে একটি গাড়ি কিনে দেওয়ার কথা দেন। কিন্তু জির পছন্দ মতো বিএমডাব্লিউ কিনে দিতে রাজি ছিলেন না তিনি। বাধ্য হয়ে জি এ কাণ্ড ঘটালেন।
ঘটনা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে প্রমাণও পাওয়া গেছে। তবে গাড়িখানা শেষপর্যন্ত জির কপালে জুটবে নাকি জির বাবাকে মোটা অংকের জরিমানা গুনতে হবে সেটা এখনো জানা যায়নি। আপাতত শ্রীঘরে আছেন জি।