ব্রেইন ক্যান্সার হওয়ার ১০টি পূর্বলক্ষণ

ব্রেইন ক্যান্সার হওয়ার ১০টি পূর্বলক্ষণ

আজকাল ক্যান্সারেরও অ্যান্সার পাওয়া যাচ্ছে। তবে ধরুন আপনার ব্রেইন ক্যান্সার হলো, আর আপনি চিন্তা করে বসে থাকলেন প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা হচ্ছে। তাহলে কি অ্যান্সার পাওয়া যাবে?

আবার এরকমও হতে পারে যে, আপনি বুঝতে পারলেন যে বড় কোনো সমস্যা হচ্ছে, কিন্তু জানেন না আসলে কী হচ্ছে? বসে থাকলেন আর ভাবতে থাকলেন কালকেই ডাক্তার দেখাবো। কিন্তু সেরকম গুরুত্ব না দিয়ে ডাক্তারের কাছেও গেলেন না।

সঠিক লক্ষণ নির্বাচন করা এবং সঠিক সময়ে ডাক্তারের কাছে যাওয়ার কারণে মৃত্যুকে জয় করা সম্ভব। তাই চলুন ব্রেইন ক্যান্সারের পূর্বলক্ষণগুলো জেনে নেই-

ব্রেইন ক্যান্সার হওয়ার কারণ

ব্রেইন ক্যান্সারের সঠিক কোন কারণ এখনো বের করা সম্ভব হয় নি। তবে নিচের কাজগুলোর কারণে এই সমস্যা হতে পারে-

  • মাথা রাসায়নিক কেমিকাল বা তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসা
  • বংশগত কারণে
  • এইচআইভি/এইডস (HIV) ইনফেকশন থেকে
  • ধূমপান
  • দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে এমন রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকা

ব্রেইন ক্যান্সার হওয়ার পূর্বলক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি দেখতে পান-

  • প্রচণ্ড মাথা ব্যথা হবে।
  • শরীর দুর্বল হয়ে পড়বে।
  • ক্ষুধামন্দা বা খাওয়ার চাহিদা বা ইচ্ছা কমে যাবে।
  • খিঁচুনি হতে পারে।
  • শরীরে অবসাদের সৃষ্টি হবে।
  • কথা বলতে সমস্যা হবে।
  • ঠিকমতো কথা বলতে পারবে না। উচ্চারণ অস্পষ্ট হয়ে যাবে।
  • হাত-পা ঠিকমতো কাজ করবে না।
  • চোখে দেখতে সমস্যা হবে।
  • স্মৃতিশক্তি কমে যাবে। কথা বা কাজ মনে থাকবে না। এমনকি আপনজনদের নামও ভুলে যেতে পারে।
ব্রেই ক্যান্সার