আসামে মুসলিম বৃদ্ধকে মারধর করে খাওয়ানো হলো শূকরের মাংস!

ভারতের আসাম রাজ্যের বিশ্বনাথ জেলায় রবিবার গরুর মাংস বিক্রির ‘অপরাধে’ সওকত আলি নামে এক মুসলিম ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় প্রায় ৭০ বছর বয়সী শওকতকে প্রাণ ভিক্ষাও করতে হয়েছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই দৃশ্যটি ধরা পড়েছে। শুধু মারধরের ক্ষান্ত হয়নি, ওই ব্যক্তিকে শূকরের মাংস খেতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অসুস্থ শওকতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

পুলিশ জানিয়েছে মোট মামলার ওপর উপর ভিত্তি করে তদন্ত চলছে। তার একটি দায়ের করেছেন শওকতের ভাই। সূত্র থেকে জানা গেছে ওই ভিডিও থেকেই অভিযুক্তদের সন্ধান শুরু করেছে পুলিশ। ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন লোক শওকতকে ঘিরে ধরেছে। তাঁকে তারা কয়েকটি প্রশ্নও জিজজ্ঞাসা করছে। জানতে চাইছে, শওকত কি বাংলাদেশ থেকে এসেছেন?

তাদের আরও প্রশ্ন গো মাংস বিক্রির লাইসেন্স কি আছে তাঁর কাছে? এনআরসিতে তাঁর নাম আছে কিনা তাও জানতে চায় লোকজন। এদিকে আসামের শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনের জন্য সোমবার-ই ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে এনআরসি তালিকা তৈরির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আসামের বিশ্বনাথ জেলা তেজপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এখানে ভোট হবে প্রথম দফায়।

মুসলিম