মেয়েদের স্কার্ট পরা ‘বাধ্যতামূলক’ নয়, ঘোষণা মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের তিন ছাত্রী স্কুলের ইউনিফর্ম সংক্রান্ত নিয়মকানুনের বিষয়ে খুবই বিরক্ত ছিল। কারণ তাতে বলা হয়েছিল, ছাত্রীরা প্যান্ট পরতে পারবে না। তাদের বাধ্যতামূলকভাবে স্কার্ট পরতে হবে। এতে অস্বস্তিবোধ করতো তারা। এতে স্কুলের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতেও অসুবিধা হতো তাদের। তাই নিয়মটি পরিবর্তনে কিছু একটা করার চিন্তা করলো ৫, ১০ ও ১৪ বছর বয়সের সেই তিন ছাত্রী।

নিয়ম পরিবর্তনের আবেদন জানালো তারা। তাদের আবেদনের প্রেক্ষিতে, গত সপ্তাহে ফেডারেল আদালতের বিচারক স্কুলের ওই নিয়মকে ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন এবং ওই ইউনিফর্ম নীতিকে বাতিল বলে ঘোষণা করেছেন।
গত বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক ম্যালকম জে. হাওয়ার্ড বলেন, শুধু নারী এ কারণেই স্কার্ট পরে ছাত্রীদের বিপাকে পড়তে হয় যে সমস্যার মুখোমুখি ছেলেরা হয় না।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস