জাপান কেন ৮৮০ কোটি ডলারে ১০০টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে?

আমেরিকা থেকে ১০০টি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে জাপান। মনে করা হচ্ছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিমানবাহী যুদ্ধাজাহাজ বানাচ্ছে জাপান। এবং সেই জাহাজের জন্য এই সমস্ত বিমান কিনবে বিশ্বের অন্যতম সামরিক শক্তিতে শক্তিশালী জাপান।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলেছে, জাপান বেশকিছু জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করার ক্ষমতা রাখে যাতে সমুদ্রের ওপর যুদ্ধ বিমান উড়তে পারে।

অন্য কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাপান সরকার তার দুটি ইজুমো-ক্লাস হেলিকপ্টারবাহী জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করবে যাতে সমুদ্রের ভিতর যুদ্ধ বিমান বহন ও ওড়ানো যায়। জাপানের প্রতিরক্ষা দফতর এফ-৩৫ বিমান কেনার খবর নিশ্চিত করেনি। তবে তারা বলেছে, অত্যন্ত উঁচু মাত্রার ক্ষমতাসম্পন্ন বিমান কেনার কথা বিবেচনা করছে টোকিও। ডিসেম্বর মাসে এই বিষয়ে সরকার অনুমোদন দেবে বলে দফতর জানিয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে জাপানের বাণিজ্য বিষয়ক পত্রিকা নিক্কি প্রথম এফ-৩৫ বিমান কেনার খবর দিয়েছে এবং বিমান কেনার কাজে ৮৮০ কোটি ডলার খরচ হবে বলে পত্রিকাটি জানিয়েছে।