চলচ্চিত্রের মানুষকে বাজেভাবে উপস্থাপন করার অভিযোগে ‘মেকআপ’ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানান সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘চলচ্চিত্রের মানুষ মানেই খারাপ এটা ভাবা অন্যায়। আমরা চাই না সারা দেশের মানুষ ছবিটি দেখে ভুল কোনো ধারণা তৈরি করুক। তাই ছবিটি ব্যান করা হয়েছে।’
তবে এ বিষয়ে লিখিত কোনো নোটিশ এখনো পাননি নির্মাতা মামুন। তিনি বলেন, ‘আমি ঢাকার বাইরে আছি। তবে শুনেছি এমন একটা সিদ্ধান্ত হয়েছে। যদি সত্যিই সেটা হয় তাহলে অন্যায় হবে আমার সঙ্গে। আমি একটা সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার আগের ও পরের ঘটনা দেখিয়েছি। কাউকে ছোট করার ইচ্ছে নিয়ে ছবি করিনি।’
ছবির অন্যতম অভিনেতা তারিক আনাম খান এই ঘটনা শুনে হতাশ হয়েছেন। বলেন, ‘আমার চরিত্রটা একজন ফিল্মস্টারের, যে ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে। খারাপ মানুষও বলা চলে। একটি সিনেমায় তো খল চরিত্র থাকবেই। সে কখনো পুলিশ, কখনো মন্ত্রী বা কখনো উকিল হতে পারে। তাই বলে হুট করে চরিত্রটিকে ব্যক্তিগতভাবে নিয়ে ছবি ব্যান করাটা কি ভালো দেখায়!’