পুরুষত্বহীনতা দূর করে রসুন

FacebookTwitterEmailShare

রসুন রসুনের উপকার health benefits of garlic

 

পুরুষত্বহীনতা একজন পুরুষের জন্য যেন কলঙ্কের মতো। সে না পারে কাউকে বলতে না পারে তার সঙ্গীকে সুখী রাখতে। একদিকে যেমন সংসারে সমস্যা শুরু হয় অন্যদিকে সে লজ্জায় ভুগতে থাকে।

কিন্তু এতে লজ্জার কিছুই নেই। অন্য আর ৫টা সমস্যার মতো এটিও একটি শারীরিক সমস্যা যা সারিয়ে তোলা সম্ভব। এক্ষেত্রে রসুনের উপকারিতা অতুলনীয়।

পুরুষত্বহীনতার সমাধানে রসুন

ইরেক্টাইল ডিসফাংশনের (ইডি) “ন্যাচারাল রেমেডি” বা প্রাকৃতিক ঔষধি বলা হয় রসুনকে। চলুন তবে জেনে নেই রসুন পুরুষত্বহীনতা দূর করতে কী কী সাহায্য করে-

  • পুরুষত্ব বজায় রাখার জন্য পুরুষ যৌনাঙ্গে সঠিক পরিমাণে রক্তের প্রবাহের প্রয়োজন হয়। রসুনে অ্যালিসিন নামক এক ধরনের উপাদান আছে যা আমাদের শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে।
  • একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অন্তত ৪ কোয়া রসুন খায় তাদের ইডি সমস্যা দেখা দেয় না এবং তাদের যৌনাঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়।
  • রসুনের তীব্র গন্ধ পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি করে।
  • এটি যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে।

এটি রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া বেশি উপকারী। যাদের ইডি সমস্যা আছে তারা প্রতিদিন ৪ কোয়া রসুন পরিষ্কার করে পিষে দই এর সাথে মিশিয়ে খেতে পারেন।

পুরুষত্বহীনতা দূর করে রসুনরসুন