রিকশা কী আমাদের ঐতিহ্য?
রিকশার আবিষ্কার ১৮৬৭ সালে জাপানে। ঢাকায় রিকশা এসেছে ১৯৩৭ সালে। ১৯৪৭ সালে ঢাকায় রিকশার ছিল ২৭১ টি।
দেশ মধ্য আয়ের আওয়াজ দিচ্ছে। ডলার পাউন্ডের ছড়াছড়ি। কিন্তু শুধু ঢাকা শহরে নাকি রিকশা আছে ১০ লক্ষ?
এত উন্নতি হলে এই জাপানী যানবাহনটি, যেটি জাপানীরা ছুড়ে ফেলেছে আস্তাকুড়ে , সেটা আমরা কেন বহন করে চলেছি?
রিকশার কারনে এই শহরে মানুষ ৫০০ মিটারও হাঁটে না। যে কারনে শহরের মানুষের স্থুলতা, রক্তের চর্বির পরিমান, চিনির পরিমান, লিভার ও কিডনীর জটিলতা বাড়ছে।
রিকশাওয়ালাদের স্বাস্থ্যও ভেঙ্গে পড়ে রিকশা চালালে ১০ বছরের মধ্যে। তাদের সাংসারিক জীবনে নানা রকম সমস্যা হয় এবং অনেকে অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ে।
বস্তিগুলি টিকে থাকে এবং শহরের উপর বাড়তি চাপ সৃষ্টি করে।
রিকশা-কখনোই আমাদের ঐতিহ্য ছিল না। আমরা ২০১৭ সালে বসে জাপানের ১৮৬৭ সালের আবিষ্কারকে নিজেদের ঐতিহ্য বলে দাবী করছি? আমরা কি ১৮৬৭ সালে আটকে আছি?
রিকশা বাঙ্গালীর ঐতিহ্য না।
এটা জাপানীদের l
সূত্র-ফেইসবুক