Agriculture Tips Cover Story গাছের জন্য সেরামানের রেডিমিক্স মাটি সরবরাহ করছে মাটি By abc on Sep 18, 2020 রেডিমিক্স মাটিদীর্ঘ সাত বছর ধরে অনলাইনে ব্যবসা করে আসছে মাটি। অনেক দিন ঢাকায় মাছ হোম ডেলিভারি দিয়ে আসলেও এবার মাটি দিচ্ছে সত্যিকারের মাটি। শখের ছাদবাগান বা টবের জন্য উন্নতমানের রেডিমিক্স মাটি সরবরাহ করছে মাটি।২৫ কেজি করে বস্তা পাঠানো হচ্ছে সুন্দরবন কুরিয়ারে। তবে হোম ডেলিভারি দেওয়া হয় না। এটি সংগ্রহ করতে হয় সুন্দরবন কুরিয়ারের পারসেল সেন্টার থেকে।৪ বস্তার কম অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রযোজ্য। আর ৪ বস্তা বা তার বেশি অর্ডারে কন্ডিশন পেমেন্ট সুবিধা রয়েছে। সেক্ষেত্রে শুধু কুরিয়ারের খরচ অগ্রিম প্রযোজ্য।এই রেডিমিক্স মাটিতে কোনো ধরনের সার মেশানোর দরকার হবে না। এটি তৈরি করা হয় উন্নতমানের কোকোডাস্ট ও ভারমি কম্পোস্ট মিশিয়ে। এর সঙ্গে পরিমাণমতো ট্রাইকোডারমা মেশানো থাকে। এটি জৈব বালাইনাশক। নার্সারিগুলোতে এ মাটি কেজি প্রতি ৪০-৫০ টাকা করে বিক্রি করা হলেও মাটি থেকে সংগ্রহ করলে পাচ্ছেন মাত্র ২০ টাকা কেজিতে।তা ছাড়া এ মাটিতে কোনো ধরনের বালি বা সাধারণ মাটিও মেশানো থাকছে না।যেকোনো গাছের জন্য উর্বর মাটির বিকল্প এটি। তাই এতে যেকোনো গাছই লাগানো যাবে।অর্ডার করতে ইনবক্স করুন এখানে “রেডিমিক্স মাটি” Post Views: 2,869 Related posts: কৃষি নিয়েও গণজাগরণ চাই : কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা টবে ব্রকোলি চাষ শখের কবুতরের কিছু রোগ, প্রতিকার এবং টিপস ঘরেই চাষ করতে পারেন যে ছয়টি ভেষজ শেষমেশ ভেটকির চামড়া থেকেও মানিব্যাগ! হাইব্রিড লাউ চাষে লাভ বেশি কলকাতার খবর : লাভ সুনিশ্চিত করতে আলু চাষের এলাকা কমানোই ভালো দেশি (ব্ল্যাক বেঙ্গল) ছাগলের খামার করার বৃত্তান্ত : কৃষি টিপস গোল মরিচ চাষের বিস্তারিত কৃষি তথ্য লাউয়ের পুষ্টি গুনে হবেন আপনি তুষ্ট গরমে মুরগিদের অসুবিধা ও তার প্রতিকার ভুট্টা চাষে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ থেকে ফসল বাঁচাতে চাষিদের করণীয় টবে ক্যাপসিকাম চাষ, বাড়তি আয়ের উৎস! বাগানের জন্য ভালো মাটি কোথায় পাবেন? বাণিজ্যিকভাবে কবুতর পালন করার পরিকল্পনা করছেন? ১০টি কবুতরের রোগ ও সেগুলোর প্রতিকার বরগুনায় ২২ কেজি ওজনের ভোল মাছ কততে বিক্রি হলো শুনলে চমকে যাবেন ফলমূল তাজা রাখার নতুন প্রযুক্তি স্বল্প ব্যয়ে কবুতর পালন : লাখ টাকার হাতছানি হাঁস পালন | জেনে রাখুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো