রোনালদো গুণে সেভিয়াকে উড়িয়ে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

FacebookTwitterEmailShare

রোনালদো গুণে সেভিয়াকে উড়িয়ে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

রোনালদো

সেভিয়ার বিপক্ষে রোনালদো বিস্ময়

লা-লিগায় এবছরটা রিয়ালের জন্য তেমন ভালো যাচ্ছে না। চিরপ্রতিদ্বন্দী বার্সা যেখানে পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল সেখানে ৪ নম্বরে। তবে ঘরের মাঠে সেভিয়াকে পেয়ে চেনা মুখ দেখালেন গতবারের চ্যাম্পিয়নরা।  ক্রিস্তিয়ানো রোনালদোর দুই গোলের সাথে একটি করে গোল করেন, নাচো ফের্নান্দেস, টনি ক্রুস ও আশরাফ হাকিমি।

পাঁচ বার ব্যালন ‘ডি’অর পাওয়ার পরে রোনালদোও লা লিগায় চেনা রূপে ফিরলেন।  লা লিগায় তার গোল সংখ্যা হলো ৪টি।

ঘরের মাঠে এই নিয়ে সেভিয়াকে টানা ১১ ম্যাচ হারালো রিয়াল মাদ্রিদ। খেলার শুরুতে আক্রমান্তক রিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো। ২৩ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

আট মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান রোনালদো। এরপর ৩৮ মিনিটে ক্রুস ও ৪২ মিনিটে হাকিমি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। খেলায় রিয়ালের পাঁচ গোলের বিপরিতে সেভিয়া কোনো গোল করতে পারেনি।

খেলা